'সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শুক্রবার (০২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন মাধ্যমে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সহকারী কমিশনার(ভূমি) মনিষা রানী কর্মকার।
তিনি বক্তব্যে বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলতে সমবায়ভিত্তিক কৃষিব্যবস্থা ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর। কারণ সমবায় সবসময় নিরন্ন মানুষের কথাই বলেছেন। এরআগে সমবায় কার্যালয় থেকে একটি আনন্দর্যালি বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সমবায় অফিসার কামরুল হাসান, বিআরডিবি সভাপতি মোহাম্মদ সেলিম, কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী প্রতিনিধি রেজাউল করিমসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও উদ্যোক্তা যুবসমাজ।
যাযাদি/এআর