সমবায়ে গড়ব দেশ, বৈশম্যহীন বাংলাদেশ, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজবাড়ী জেলাধীন কালুখালীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপনে আলোচনা সভা অনুস্ঠিত হয়েছে।
শনিবার (০২ নভেম্বর) সকাল ১০ টায় এ-উপলক্ষ্যে প্রথমে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তলন করা হয়।
এর পর উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার আব্দুল জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন. উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মুনির হোসেন, উপজেলা সমবায় এর সহকারী পরিদর্শক মোহাম্মদ আলী ভূঁইয়া, বাংলাদেশ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কাল্ভ) এর কালুখালী উপজেলা শাখার সাধারণত সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ্, সহ- সভাপতি মোঃ জাহেদুল আলম। দোয়েল ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃহামিদুল ইসলাম, লক্ষীপুর খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার আঃ ওহাব,কুমড়ী রাণী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সভাপতি আহম্মদ আলী, পদ্মারচর সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদস্য মোছাঃ হাফসা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তিনি তার বক্তব্য বলেন, দীর্ঘ ১৫০ বছর যাবত সমবায় সমিতির কার্যক্রম সঠিকভাবে চলে আসছে এর ভুয়োসি প্রশংসা করে, উপস্থিত সকল সমবায়ীদের উদ্দেশ্যে আরও বলেন সবাই এ সমিতি থেকে ঋণ সংগ্রহ করে সঠিকভাবে কাজে লাগাতে হবে, যাতে করে স্বাবলম্বী হওয়া যায়।
উল্লেখ্য, কালুখালী উপজেলায় ১২৬টি সমবায় সমিতি রয়েছে যার সদস্য সংখ্যা ৫ হাজার এবং ২০ হাজার মানুষ এর অন্তর্ভুক্ত।
যাযাদি/এআর