গৌরীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কমিটি
প্রকাশ | ০২ নভেম্বর ২০২৪, ১২:২৫
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহিদকে আহ্বায়ক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহাম্মেদ (ভিপি ফারুক) কে সদস্য সচিব করে ১৭ সদস্যের ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) পৌর শহরের ধানমহালে বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন উত্তর জেলা ওলামাদলের সাবেক সভাপতি এম.এ সাত্তার (২নং গৌরীপুর), উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শামছুদ্দিন মাস্টার (৬নং বোকাইনগর), পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আকবর আনিছ (পৌরসভা), সাবেক যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন সরকার (পৌরসভা), শাহজাহান কবীর হিরা (পৌরসভা), উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জয়নাল আবেদীন খোকন (পৌরসভা), উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এমএ হান্নান (৮নং ডৌহাখলা), সাবেক সদস্য আব্দুস সবুর মিল্টন (৩নং অচিন্তপুর), একদিল হোসেন তালুকদার (১০নং সিধলা), রামগোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খসরু পারভেজ রাজীব (৭নং রামগোপালপুর), উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল জলিল (৯নং ভাংনামারী), জিয়াউল আবেদিন জিল্লু (৫নং সহনাটী), বাহার উদ্দিন দুদু (১নং মইলাকান্দা), মাওহা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাসেম বিএসসি (৪নং মাওহা), পৌর বিএনপির সাবেক সদস্য মেহেদী হাসান রতন (পৌরসভা)।
যাযাদি/ এসএম