‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে বর্নাঢ্য শোভা যাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করে।
সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে শনিবার (২নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সমবায় কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।
আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) সাহাদাৎ হোসেন, ক্ষুূ্দ্র কৃষক ও ফাউন্ডেশনের কর্মকর্তা এমরান হোসেন, সফল সমবায়ী আব্দুল আলিম, আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৭ জন শ্রেষ্ঠ সমবায়ীর হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।
যাযাদি/ এসএম