ভাঙ্গুড়ায় চুরি হওয়া ১০ ভরি স্বর্ণ-টাকা উদ্ধার

প্রকাশ | ০২ নভেম্বর ২০২৪, ১১:৫৪

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজারের ইকবাল-আফ্রোজা শিক্ষক দম্পতির বাসায় দিবালোকে তালা ভেঙে দুঃসাহসিক চুরি যাওয়ার ১০ দিন পরে  থানা পুলিশ প্রায় ১০ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশের হাতে একজন আটক রয়েছে। 

পুলিশের কাছে সানোয়ারের দেওয়া জবানবন্দি অনুযায়ী গত শুক্রবার (০১ নভেম্বর) ভোর রাতে ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) মো.আব্দুল করিম তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে সানোয়ার হোসেনের বাড়ির গোয়াল ঘরের মেঝেতে মাটির নিচে গর্তে লুকিয়ে রাখা একটি বড় কৌটা থেকে প্রায় ১০ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।

আটক সানোয়ার পার্শ্ববর্তী বেড়া উপজেলার সান্যালপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

থানা পুলিশ ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজারস্থ ইকবাল হোসেন দুলাল ও আফ্রোজা পারভীন ইতি শিক্ষক দম্পতি গত ২০ অক্টোবর সকাল ১১টার দিকে বাড়ি থেকে অন্যত্রে যাওয়ায় ঘরের দরজার তালা ভেঙে প্রবেশ করে আলমীরা থেকে প্রায় ১০ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ প্রায় ২ লাখ টাকা চুরি হয়ে যায়। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আদালত থেকে সানোয়ারকে রিমান্ডে এনে ভাঙ্গুড়া থানায় একটি চুরির মামলা দায়ের করে চুরি যাওয়া অর্থ-স্বর্ণালংকার উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।

আফ্রোজা পারভিন ইতি ও তার স্বামী ইকবাল হোসেন দুলাল বলেন, উদ্ধারকৃত স্বর্ণালংকার ও টাকাগুলো দেখে তারা নিশ্চিত হয়েছেন যে, এগুলোই তাদের আলমীরা থেকে  চুরি যাওয়া গহনা ও টাকা বলে তারা দাবি করেছেন।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, শিক্ষক-দম্পতির বাড়ি থেকে চুরি যাওয়া অর্থ-সম্পদের বিষয়ে থানায় মামলা অনুযায়ী আদালতের মাধ্যমে অর্থ-স্বর্ণালংকার বুঝিয়ে পাবেন।

যাযাদি/এআর