মেঘনায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশ | ০২ নভেম্বর ২০২৪, ১০:৫৬ | আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ১০:৫৭
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে উত্তাল হলো কুমিল্লার মেঘনা উপজেলার দড়ি লুটেরচর এলাকা। শুক্রবার বিকাল ৩টার দিকে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” এর উদ্যোগে স্থানীয় ব্রিজ সংলগ্ন এলাকায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা। উপস্থিত শিক্ষার্থী নেতৃত্বাধীন বক্তারা সমাজে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রভাব নিয়ে বলেন, তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে হলে মাদক ও সন্ত্রাস নির্মূল করা প্রয়োজন। চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে এবং সমাজে নেতিবাচক প্রভাব পড়বে। তাঁরা আরও বলেন, এই সমস্যাগুলো দূর করতে প্রশাসনের পাশাপাশি জনগণকেও ঐক্যবদ্ধ হতে হবে।
তারা আহ্বান জানান, প্রশাসন যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং এসব অপরাধের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় শিক্ষার্থীরা জানান, মাদক ও সন্ত্রাসের মতো সামাজিক ক্যান্সারের বিরুদ্ধে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।
যাযাদি/ এসএম