শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

গোদাগাড়ীতে উচ্ছ্বাস কোচিং সেন্টারের পরিচালক ছাত্রীসহ অবরুদ্ধ

গোদাগাড়ী (রাজশাহী)  প্রতিনিধি
  ০১ নভেম্বর ২০২৪, ২০:১৭
ছবি : যায়যায়দিন

রাজশাহীর গোদাগাড়ীতে উচ্ছ্বাস কোচিং সেন্টারের পরিচালক হাফিজকে ছাত্রীর সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে তাদের অবরুদ্ধ করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। এ ঘটনা ঘটেছে গোদাগাড়ী সদর ডাইংপাড়া ফাজিলপুরে উচ্ছ্বাস কোচিং সেন্টারে। কোচিংএর পরিচালক হাফিজের শাস্তি দাবী করে এলাকায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

এলাকাবাসী ও পুলিশ জানান, ফাজিলপুরে একটি বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘ দিন ধরে কোচিং চালিয়ে আসছিলো উচ্ছ্বাস কোচিং সেন্টার নামে প্রতিষ্ঠান। শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে কোচিং ছুটি থাকা অবস্থায় কোচিং এর রুমের ভিতরে একটা মেয়েকে নিয়ে আসে পরিচালক হাফিজ।

এক পর্যায়ে এলাকাবাসী বিষয়টি দেখতে পেয়ে কোচিং সেন্টার ঘেরাও করে রুমের ভিতর গিয়ে আপত্তিকর অবস্থা দেখতে পায়। ওই ছাত্রী একাদশ শ্রেণীর ছাত্রী।

বিষয়টি জানতে পেরে বিক্ষিদ্ধ এলাকাবাসী সেখানে গিয়ে শিক্ষকের উপর চড়াও হয়। এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, ওসি ও এসিল্যান্ড ঘটনাস্থলে হাজির হয় পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় হাফিজ ও ঐ ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

হাফিজের বাড়ি গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ জাহানাবাদ গ্রামে। আর মেয়ের বাড়ি গোদাগাড়ী উপজেলার ডিগরাম এলাকায়। বর্তমানে তাদেরকে গোদাগাড়ী থানায় হেফাজতে রাখা হয়েছে

হাফিজ এর আগেও এ রকম কয়েকটি ঘটনার জন্ম দিয়েছে। সে ছাত্রীদের সাথে নানা ছলনায় অনৈতিক সম্পর্ক করে ধরা পড়েছে বলে অভিযোগ উঠেছে।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিস আবুল হায়াত ও ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। দুই পক্ষের অভিভাবক আসলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে