শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

বরুড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

বরুড়া প্রতিনিধি
  ০১ নভেম্বর ২০২৪, ২০:১৪
ছবি : যায়যায়দিন

দক্ষ যুব গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যের আলোকে কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে বরুড়া উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র‍্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান নিতু, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোঃ মহি উদ্দিন, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, ওসি তদন্ত মোঃ রিয়াজ উদ্দিন, এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদ এর বরুড়া প্রতিনিধি সাংবাদিক সলিল বিশ্বাস। এসময় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক শিরোনাম এর স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ ইকরামুল হক, রক্তঋণ সামাজিক সংগঠনের সভাপতি ও দৈনিক সমাজকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, তাকওয়া ফাউন্ডেশনের সমন্বয়ক ও দৈনিক আলোকিত সকালের এডমিন অফিসার মোঃ আমিনুল ইসলাম, যুব সংগঠনের সদস্য কামরুল হাসান,

এসময় ১৯ জন যুব ও যুব মহিলাকে ১৮ লাখ ৭০ হাজার টাকার ঋণ ও ৩৫ জন কে সনদ বিতরণ করা হয়। আলোচনা সভার পুর্বে উপজেলা পরিষদ চত্বরে যুব র‍্যালি অনুষ্ঠিত হয়। সভায় যুব সংগঠনের প্রতিনিধিরা বলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে সমাজের বেকারত্ব দূর হয়েছে যুবসমাজ আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ, মৎস্য চাষ প্রশিক্ষণ, হাঁস মুরগি ও গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং সহ বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে।

এই প্রশিক্ষণ নিয়ে যুবসমাজ সম্পৃক্ত হয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে উন্নতির শিখড়ে। পাশাপাশি প্রশিক্ষণ গ্রহণের পর সনদের মাধ্যমে ঋণ গ্রহণ করে প্রতিটা যুব ও যুব মহিলারা বিভিন্ন খামার তৈরি, মাছ চাষ, সেলাই কাজ, ফ্রিল্যান্সিং ও কম্পিউটারের মাধ্যমে বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে প্রচুর অর্থ উপার্জন করছে ফলে সমাজের বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। তাই এ ধারা অব্যাহত থাকলে আমরাই একদিন স্বাবলম্বী হয়ে এ দেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশে রূপান্তর করতে পারবো।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে