শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

মামলা কাণ্ডে বিএনপি নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ব্যুরো
  ০১ নভেম্বর ২০২৪, ১৮:৫৭
ছবি : যায়যায়দিন

চট্টগ্রামে জাতীয় পতাকার অবমাননার ঘটনায় দায়ের হওয়া রাষ্ট্রদোহ মামলার বাদী মো. ফিরোজ খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১ নভেম্বর) বিএনপির চান্দগাঁও থানা শাখার সভাপতি মো. আজম ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া সই করা চিঠিতে এই তথ্য জানানো হয়।

ফিরোজ খানকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপনার বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫নং মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হল।

চিঠিটির অনুলিপি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব মো. নাজিমুর রহমানকেও পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের উপর হিন্দুধর্মের ইসকনের গেরুয়া পতাকা তুলে দেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনায় ইসকন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার ধর প্রকাশ চিম্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (৩৮) কে প্রধান আসামি করে ১৯ জনের নামে এবং ১৫-২০ জনকে অজ্ঞাত রেখে থানায় মামলা করেন এই বিএনপি নেতা মো. ফিরোজ খান (৪৯)। তাঁর বাড়ি নগরীর চান্দগাঁও থানাধীন উত্তর মোহরায়।

মামলায় পেনাল কোডের ১২০ খ ধারা মোতাবেক অপরাধ ও ষড়মূলক শাস্তি, ১২৪ ক ধারামতে রাষ্ট্রদ্রোহ, ১৫৩ ধারা মতে দাঙ্গার জন্য উত্তেজনা দান ও ১০৯ মতে প্ররোচনার অভিযোগ আনা হয়।

এ বিষয়ে জানতে অব্যাহতি পাওয়া বিএনপি নেতা ফিরোজ খানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে