স্বৈরাচার প্রেতাত্মারা এখনও ঘুরে বেড়াচ্ছে : ব্যারিস্টার অমি

প্রকাশ | ০১ নভেম্বর ২০২৪, ১৮:৪৬

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনও ঘুরে বেড়াচ্ছে বলে মন্তব্য করে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেছেন, বিএনপি লগি-বৈঠার রাজনীতি করে না। বিএনপির সভ্য মানুষের রাজনীতি করে। এখানেই আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তফাত।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের বিএনপি'র সাংগঠনিক বৈঠকে এ কথা বলেন তিনি। 

ইরফান ইবনে আমান অমি বলেন, ছাত্র-জনতা ও নেতাকর্মীদের রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি। সবাই মিলে তা রক্ষা করতে হবে। স্বৈরাচারের দোসরদের আর কোনো ঠাঁই দেওয়া হবে না। সামনে নির্বাচন আসছে। আপনাদের আচরণ এমন হওয়া চাই যাতে বিএনপি'র ভোট বেড়ে যায়। স্বৈরাচারের কোনো দোসরকে আপনারা দলে ঠাঁই দিবেন না। তারা সুযোগ পেলেই দলের ক্ষতি করবে। 

বিএনপি'র এই নেতা বলেন, বাংলাদেশের মালিক জনগণ। এ বিশ্বাস বিএনপিকে রাখতে হবে। স্বৈরাচার, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, নিপীড়নকারী চলে গেছে। আমাদের পরিবর্তন হতে হবে। আমরা আবার সে দিকে চলতে পারব না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনাদের ন্যায়ের পথে চলতে হবে। এর বাহিরে যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা-আকাঙ্ক্ষা জেগেছে। যে নতুন সূর্য উঠেছে, সেটাকে মাথায় রাখতে হবে। রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। তা না হলে বেশি দিন টেকা যাবে না। 

কালিন্দী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মেহেবুব হোসেনের সভাপতিত্বে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি'র সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র সহসভাপতি শামীম হাসানসহ কেরানীগঞ্জ মডেল থানা যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম