কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, খেলাধুলা মানুষের দেহ সুস্থ রাখে এবং মনকে রাখে চাঙ্গা। আর মাদক মানুষের বোধশক্তি কেড়ে নেয়। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মাদকসেবীরা। মাদকের প্রভাবে মানুষ জড়িয়ে পড়ে অপরাধের সঙ্গে। তাই নিজেকে সুস্থ রাখতে চাইলে মাদক ব্যবসা ও সেবন ছাড়তে হবে। স্বাস্থ্যই সব সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে শরীর ও মন ভালো থাকে না। এজন্য সুস্থ জীবনযাপন করতে চাইলে খেলাধুলায় মন বসাতে হবে।
তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে।
বিএনপি মাদকমুক্ত সমাজ উপহার দিতেই দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আগামী সংসদ নির্বাচনে সকলের সহযোগিতায় দেশ পরিচালনা করবে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি ক্ষমতা থাকলে দেশ উন্নয়ন হয়।
খুলনার রূপসায় ১৬ দলীয় পঞ্চম অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠান ১নভেম্বর বিকালে কাজদিয়া সরকারী কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
টুর্নামেন্ট কমিটির আহবাহক সেখ মাফতুন আহমেদ রাজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, মোল্লা খায়রুল ইসলাম,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জুলুফিকার খান জুলু, মনিরুজ্জামান মন্টু, শেখ আ:রশিদ, এড. মোমরেজুল ইসলাম, মোস্তফা উলবারী লাভলু, জিএম কামরুজ্জামান টুকু, শেখ তৈয়েবুর রহমান, জেলা শ্রমীকদলের সভাপতি উজ্জল কুমার সাহা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমীকদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান, মাহাবুব হাসান পিয়ারু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক একরামুল কবির হেলাল, ইসমাইল হোসেন খান, ওয়াকিলুজ্জান ডাবলু, কবির হোসেন, শেখ আবু সাইদ, এসকে আনিসুর রহমান, নাজমুস সাকিব মিন্টু, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচীব জাবেদ মল্লিক, বিকাশ মিত্র, রয়েল আজম, আনোয়ার হোসেন খান, মহিউদ্দীন মিন্টু, দিদারুল ইসলাম, আজিজুর রহমান, সৈয়দ নিয়ামত আলী, বাদশা জমাদ্দার, মুন্না সরদার, এড. তাফসিরুজ্জামান, শরীফ খন্দকার,আসাবুর রহমান, আনোয়ারুল মোল্লা,মহিউদ্দীন শেখ, শেখ অহিদুল ইসলাম, উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে মনসুর স্মৃতি সংসদ ও বটিয়াঘাটা একাদশ। খেলায় ট্রাইবেকারে বটিয়াঘাটা একাদশ জয়লাভ করে।
খেলা পরিচালনা করেন জুনায়েদ শরীফ, মনির হোসেন ঢালী, আজিজুর রহমান ডাবলু। খেলায় বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।
যাযাদি/ এসএম