কচুয়ায় যুব দিবস উপলক্ষে ভলিবল খেলা অনুষ্ঠিত
প্রকাশ | ০১ নভেম্বর ২০২৪, ১৭:২২
কচুয়ায় যুব দিবস উপলক্ষে ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ নভেম্বর) বিকাল ৪টায় কচুয়া উপজেলা পরিষদ চত্বর মাঠে অনুষ্ঠিত খেলায় কচুয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কচুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার,মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব তৌহিদুলইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. রায়হান হোসেন, কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, সমাজসেবা কর্মকর্তা হাসিবুর রহমানসহ কচুয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উক্ত খেলায় ইউএনও একাদশ বনাম কচুয়া যুব একাদশের মধ্যে ৩-১ খেলায় কচুয়া যুব একাদশ বিজয়ী হয়। এদিকে ইউএনও একাদশের অধিনায়কত্ব করে খেলায় অংশ নেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ অন্যদিকে যুব একাদশের অধিনায়কত্ব করেন যুবনেতা শেখ সুজন।
এসময় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ বলেন, যুব দিবসের আলোকে বলতে চাই কচুয়ার যুবকদের সাথে আমরা খেলার মাঠে দেখাতে চেয়েছি। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই, আমরা যারা বিভিন্ন পর্যায়ে চাকরি করি। আমরা যারা যুব সমাজ আমাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটা ফুটিয়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ আমরা দেখাতে চাই এবং খেলাধুলার মাঠ সচল করে আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়তে তরুণ প্রজন্মের যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে এবং আগামীর সুন্দর কচুয়া গড়তে যুব সমাজকে এগিয়ে আসারও আহবান জানান। এদিন খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
যাযাদি/ এসএম