গফরগাঁওয়ে যুব দিবসে ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বৃক্ষ রোপণ
প্রকাশ | ০১ নভেম্বর ২০২৪, ১৭:২০
"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে ।
এ উপলক্ষে শুক্রবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র্যালি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে বৃক্ষ রোপন, যুবদের শপথবাক্য পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
জাতীয় যুব দিবস উপলক্ষে সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তার রুবাইয়া ইয়াসমিনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি যুব র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।
পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুবমহিলাদের উপস্থিতিতে আলোচনা অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি। অন্যদের মাঝে বক্তব্য রাখেন যুব সংগঠক সোহান মিয়া ও সফল নারী উদ্যোক্তা আকলিমা খাতুন প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধিজন, গণমাধ্যমকর্মী এবং যুব সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রশিক্ষিণ প্রাপ্ত যুব ও যুব মহিলাদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক এবং ৩০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা ও সনদ বিতরণ করা হয়।
যাযাদি/ এআর