পাবনায় কর্মহীন ও দরিদ্রদের মাঝে গাভী গরু ও সেলাই মেশিন বিতরণ
প্রকাশ | ০১ নভেম্বর ২০২৪, ১৭:০১
পাবনায় আলহাজ আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের আয়োজনে ও “রিপাবলিক অফ তুর্কি মিনিস্ট্রি অফ কালচার এন্ড ট্যুরিজম” (টিকা’র) সহযোগিতায় পাবনা সদর উপজেলার ৫০ জন নারীকে সেলাই মেশিন ও ৫০ জন কৃষক ও কৃষানীদের মাঝে উন্নত জাতের গাভী গরু বিতরণ করা হয়েছে।
পহেলা নভেম্বর শুক্রবার সকালে পাবনা শহরের কুঠিপাড়াস্থ আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস কলেজিয়েট স্কুল মাঠে ট্রাষ্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, টিকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শেভকি মার্ট বারিশ, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মুহাম্মদ আলি আর্মান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার, দারুল আমান ট্রাষ্ট সেক্রেটারি নেছার আহমেদ নান্নুসহ অনেকে।
অনুষ্ঠানে উপকারভোগীদের উদ্দেশ্যে টিকার কান্ট্রি ডিরেক্টর উপকার ভোগীদের উদ্দেশ্যে বলেন, এই উপহার দেওয়া হয়েছে যাতে উপকারভোগী কাজ শিখে নিজের আয়ে চলতে পারে। আর উন্নত জাতের গাভী গরু পালন করে দুধ থেকে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি দুধ বিক্রি করে অর্থ উপার্জন করে পরিবারকে সহযোগিতা করতে পারে।
তিনি আরো বলেন, আলহাজ¦ আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস আমাদের বন্ধু। তার উন্নয়ন মূলক সামাজিক কাজে টিকা সবসময় সহযোগিতা করবো।
অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক আখিনুর ইসলাম রেমন।
যাযাদি/ এসএম