কুষ্টিয়ায় বাজারে অভিযান নিষিদ্ধ পলিথিং রাখার অপরাধে অর্থদণ্ড 

প্রকাশ | ০১ নভেম্বর ২০২৪, ১৬:৪৮

কুষ্টিয়া প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

সরকার কর্তৃক আজ থেকে দেশব্যাপী পলিথিন ব্যবহার ও বাজার জাত করণ নিষিদ্ধ ঘোষণা করায় কুষ্টিয়ায় অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্স কমিটি। 

আজ শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট রোকসানা খাতুনের নের্তৃত্বে শহরের পৌর বাজারসহ বেশকয়েকটি বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিং রাখার অপরাধে ৫ দোকানিকে অর্থদণ্ড দেয়া হয়। এছাড়াও দামের অসংগতি পাওয়ায় এক মুরগী ব্যবসায়ীকেও অর্থদণ্ড দেয় বিশেষ টাস্কফোর্স কমিটি। 

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা খাতুন বলেন, সরকার কর্তৃক আজ থেকে দেশব্যাপী পলিথিন ব্যবহার ও বাজার জাতকরণ নিষিদ্ধ ঘোষণা করায় ও দ্রব্যমুল্যের বাজার নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলসহ বিশেষ টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম