আখাউড়ায় জাতীয় যুব দিবস পালিত 

প্রকাশ | ০১ নভেম্বর ২০২৪, ১৬:৩২ | আপডেট: ০১ নভেম্বর ২০২৪, ১৬:৩৫

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে অনুষ্ঠানে  সরকারী কর্মকর্তা, যুব, যুববীসহ বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া ক্রীড়া মন্ত্রণালয়ের পাঠানো একটি শপথ বাক্য পাঠ করানো হয়।  

যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভিন রুহি।

আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া, উপজেলা কৃষি অফিসার তানিয়া তাবাসসুম, আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রওশন আলী প্রমুখ। 

বক্তারা ৫ আষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-যুব-জনতার আন্দোলনের ফসল আমাদের নতুন বাংলাদেশ পেয়েছি।  

যুব-যুবতীদেরকে বেকার না থেকে সঠিক প্রশিক্ষণ গ্রহণ করে নিজের কর্ম নিজেই সৃষ্টি করার আহবান জানান। 

এক্ষেত্রে যুব উন্নয়নের বিভিন্ন প্রশিক্ষণ রয়েছে। এছাড়া সরকারি প্রশক্ষিণ ছাড়াও এখন ভার্চুয়াল জগতে অনেক কিছু শেখার আছে। সঠিক প্রশিক্ষণ গ্রহণ করে নিজের মেধা শ্রম কাজে লাগিয়ে যুবদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে হবে। 

এসময় আরও উপস্থিত ছিলেন আখাউড়া প্রেসক্লাবে সভাপতি শাহাদাত হোসেন লিটন, সহসভাপতি কাজী হান্নান খাদেম, সাংবাদিক অমিত হাসান অপু, ছাত্রপ্রতিনিধি ইমরান চৌধুরী, ফারহান সাকিব, রাকিব মিয়া, মেহেদী হাসান, জুনায়েত উল্লাহ  প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইফতাখারুল আলম শিমুল।

সবশেষে ৪০ প্রশিক্ষণগ্রহণকারী যুবক-যুবতীকে সনদ ও উপকরণ প্রদান এবং ২ জনকে ঋণের চেক দেওয়া হয়। 

যাযাদি/ এআর