শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

ডুমুরিয়ায় বিডি ক্লিন’র উদ্যোগে জলাশয়ের ময়লা-আবর্জনা পরিস্কার

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
  ০১ নভেম্বর ২০২৪, ১৬:২০
ছবি: যায়যায়দিন

খুলনার ডুমুরিয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে বিডি ক্লিন (পরিচ্ছন্ন বাংলাদেশ) খুলনা ও ডুমুরিয়ার উদ্যোগে উপজেলা চত্বরের সামনে সরকারি বদ্ধ জলাশয়ে ময়লা-আবর্জনা পরিস্কার করে পরিচ্ছন্ন ডুমুরিয়া ঘোষণা করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্বেচ্ছায় বিডি ক্লিন খুলনার প্রায় অর্ধশত ছেলে-মেয়ে একাজে অংশ গ্রহণ করেন।

সকালে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।

সার্বিক সহযোগিতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান। এরআগে উপজেলা সম্প্রসারিত কমপ্রেক্সের হলরুমে আলোচনা সভায় যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদ ও ভাতা প্রদান করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও।

এসময়ে বক্তব্যদেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহ-পরিচালক মোঃ বদিউজ্জামান, পিআইও মোঃ আশরাফ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রমুখ।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে