শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

চাটখিলে জেএসডির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  ০১ নভেম্বর ২০২৪, ১৬:০০
ছবি: যায়যায়দিন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ও চাটখিল উপজেলা জেএসডির সাবেক সাধারণ সম্পাদক শহিদ উল্যার স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের ভীমপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা সভাপতি সাংবাদিক মো. হাবিবুর রহমান।

সভায় বক্তব্য রাখেন জেএসডির কেন্দ্রীয় কমিটির সদস্য আমির হোসেন বিএসসি, জেলা জেএসডি নেতা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ খোকন, জেলা যুব পরিষদের নেতা নূরে আলম ছিদ্দিকি, সোনাইমুড়ী উপজেলা জেএসডি সহ সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক সৌহরাব হোসেন, চাটখিল পৌর জেএসডি সভাপতি অধ্যাপক দ্বীন মোহাম্মদ, উপজেলা জেএসডি নেতা রেজাউল হক, ফারুক আহমেদ প্রমুখ।

সভা পরিচালনা করেন উপজেলা জেএসডি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুইঁয়া ও পৌর সাধারণ সম্পাদক ফিরোজ আলম।

সভায় বক্তারা বলেন, আগে সংস্কার পরে নির্বাচন, নাহলে আমরা দ্বিতীয় মুক্তি যুদ্ধেও ব্যর্থ হবো। প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় স্বৈরাচার সৃষ্টি করে, তাই এ রাষ্ট্র ব্যবস্থা সংস্কার না করে তড়িঘড়ি করে নির্বাচন দিলে ছাত্র জনতার আন্দোলন আবারও ব্যর্থ হবে। সভায় বক্তারা সাবেক উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উল্যার দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন সংগ্রামে ভ‚মিকা এবং মানুষের কল্যাণে কাজ করার বিবরণ তোলে ধরে বলেন, শহিদ উল্যাহ ছিলেন গণমানুষের নেতা তাই আজীবন চাটখিল বাসী স্বরন রাখবেন। সভা শেষে জেএসডির প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত আন্দোলন সংগ্রামে যারা শাহাদত ও মৃত্যু বরণ করেছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে