শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

হোসেনপুরে জাতীয় যুব দিবস পালিত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ০১ নভেম্বর ২০২৪, ১৫:৩২
আপডেট  : ০১ নভেম্বর ২০২৪, ১৫:৩৫
ছবি: যায়যায়দিন

'দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় র‌্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) এসব অনুষ্ঠানের আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।

সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোফাজ্জল হকের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল।আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মুখলেছুর রহমান,ওসি (তদন্ত) টুটু়ল উদ্দিন, সরকারি কলেজের প্রভাষক মাহমুদা খাতুন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

এ সময় জাতীয় যুব দিবস উপলক্ষে ১৬ জনকে ১৭ লাখ ১০ হাজার টাকা যুব ঋণ দেওয়া হয়।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে