শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সেনবাগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  ০১ নভেম্বর ২০২৪, ১৪:৫৮
আপডেট  : ০১ নভেম্বর ২০২৪, ১৫:০৪
ছবি: যায়যায়দিন

নোয়াখালীর সেনবাগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মহিউদ্দিন আল-মারুফ ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১২ টা পর্যন্ত ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয়ে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী ও সমাজ সেবক মহিউদ্দিন মারুফের পৃষ্ঠপোষকতায় ছাতারপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে উক্ত বৃত্তি পরীক্ষায় সেনবাগ উপজেলা ছাড়া ও পাশ্ববর্তী সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১২ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক ও ছাতারপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও কেন্দ্র সচিব গোলাম মাওলা বাবু জানান বিগত ৩ বছর ধরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মহিউদ্দিন আল মারুফের পৃষ্ঠপোষকতায় আমরা অত্যন্ত সাফল্যের সাথে উক্ত বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছি, প্রতি বছরই অংশ গ্রহণ কারি শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে আমাদের প্রত্যাশা।

এ সময় ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, সেনবাগ প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কামাল উদ্দিন, সদস্য গোলাম মোস্তফা, সাহাব উদ্দিন ভূঁইয়া, নূর হোসাইন, মোকারম আলী সহ শিক্ষক নেতৃবৃন্দ বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে