দুর্গাপুরে জাতীয় যুব দিবস পালিত
প্রকাশ | ০১ নভেম্বর ২০২৪, ১৪:২২
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং ডিএসকে ‘র সহায়তায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) সকালে যুব র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণের মাধ্যমে এ দিবস পালিত হয়।
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে ও সহকারি যুব উন্নয়ন কর্মকতা পারভেজ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মো. নাভিদ রেজওয়ান কবীর।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এসবি রক্তদান ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, সমবায় কর্তকর্তা বিজন কান্তি ধর, সিনিয়র সাংবাদিক ধ্রæব সরকার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, ওসি বাচ্চু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, যুবরাই দেশের প্রাণশক্তি। এদের ওপর দেশের অনেক কিছু নির্ভর করছে। দেশের যুবক-যুবতীদের উদ্দ্যেক্তা হিসেবে গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাচ্ছেন। মাদক ও জঙ্গিবাদ যেন যুব-সমাজকে বিপথগামী করতে না পারে সেদিকে নজর দেওয়ার জন্য আহবান জানানো হয়।
যাযাদি/ এস