বিদ্যালয়ের বর্ষপূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রের একশো কিলোমিটার ম্যারাথন উপহার
প্রকাশ | ০১ নভেম্বর ২০২৪, ১৩:৫০
মানিকগঞ্জের হরিরামপুরে দিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের একশো বছর পূর্তি উপলক্ষ্যে একশো কিলোমিটার ম্যারাথন দৌড় করে উৎসর্গ করলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। এভাবে নিজ বিদ্যালয়কে ব্র্যান্ডিং করায়, তার সাথে খুশি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও।
গত বুধবার (৩০অক্টোবর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার(৩১অক্টোবর) বিকাল ৪টা পর্যন্ত টানা ১৮ঘন্টা ৩২মিনিট দৌড়ে এই ম্যারাথন শেষ করেন। বিদ্যালয়ের ২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী হরিরামপুরের আয়রনম্যান খ্যাত ও পরিবেশ সংগঠন শ্যামল নিসর্গের সাংগঠনিক সম্পাদক তাপস শীল।
ম্যারাথন টি দিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে দৌড় শুরু করে ঝিটকা বাজার, কলতা বাজার, বাঠুইমুড়ি বাজার , বেউথা, বেতিলা, হরিরামপুর, লেছড়াগঞ্জ, লাউতা হয়ে দিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাস সহ শিক্ষকমণ্ডলী, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে অনুভূতি জানিয়ে তাপস শীল বলেন, আমার প্রাণের বিদ্যাপীঠ, আমাদের ঐতিহ্যবাহী দিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের একশো বছর পূর্তিতে আমি তার উৎসর্গে একশো কিলোমিটার ম্যারাথন দৌঁড় দিয়েছি। এ অর্জন আমার একার নয়। বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত সবার।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের ইতিহাসের অংশ হতে পেরে আমি গর্বিত। মূলত স্কুলের প্রতি গভীর ভালোবাসা এবং স্কুলকে ব্র্যান্ডিং করার জন্যই আমি এ দৌড় দিয়েছি। এছাড়া ভবিষ্যতে আমি হরিরামপুরে ম্যারাথন নিয়ে কাজ করতে চাই। কেননা ভালো থাকার জন্য সবারই কম বেশি নিয়মিত বিভিন্ন ধরনের ব্যায়াম করা দরকার।
উল্লেখ্য, সম্প্রতি তাপস শীল মেরিন ড্রাইভ আল্ট্রা সিজন-৩ এর একশো কিলোমিটার ম্যারাথন সম্পন্ন করেন। এছাড়াও বিজয়ের ৫২ বছরে ৫২ কিলোমিটার ম্যারাথন, খুলনা হাফ ম্যারাথন, রান বাংলার ১০কে, ইউসিআর ম্যারাথন সহ অসংখ্য ম্যারাথনে অংশগ্রহণ করেন।