রাজবাড়ীর কালুখালীতে ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’- প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে যুব উন্নয়ন অফিসার এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাকুরীর পেছনে না ঘুরে সরকারী বিভিন্ন দপ্তরের প্রশিক্ষণ গ্রহণ করে উদ্যোক্তা হতে হবে। আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ গ্রহণ করলে নিজে নিজে কিছু করতে পারা যাবে। উদ্যোক্তা হতে হলে যে কোনো সহযোগীতা পেতে উপজেলায় এসে পরামর্শ গ্রহণের অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠানে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সাগর কুমার দাস, ওয়েড এর নির্বাহী পরিচালক খায়রুল হাসান মিন্টু, গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাসুদ রানা, সেভ দ্যা হাঙ্গেরী (সাথী) নির্বাহী পরিচালক ডা. আবুল হোসেন ও উদ্যোক্তা সাথী পারভীন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অতিথিবৃন্দ ১২জন যুবককে যুব ঋণের চেক বিতরণ করেন
যাযাদি/ এস