কেরানীগঞ্জে হত্যার হুমকি ও চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ | ০১ নভেম্বর ২০২৪, ১৩:২৪
ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতা হাফিজুর রহমান কমলকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলার জিনজিরা জনি টাওয়ার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
এতে ভুক্তভোগীসহ ব্যবসায়ী ও কয়েক শতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন বাপ্পী, জুলফিকার, প্রিন্স, রানা, নবাব, মামুনসহ জিনজিরা এলাকায় পরিবহনে চাঁদাবাজি, ফুটপাত দখল ছাড়াও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও মাদক কারবারি করে আসছেন।
এবিষয়ে বাধা প্রদান করলে জিনজিরা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি হাফিজুর রহমান কমলসহ একাধিক ব্যক্তিকে হত্যার হুমকি প্রদান করে এই সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন মানববন্ধন ও বিক্ষোভকারীরা।
বিএনপি নেতা হাফিজুর রহমান কমল জানান, বাপ্পী, জুলফিকার, প্রিন্স, রানা নেতৃত্বে রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় প্রভাব খাঁটিয়ে শুরু করেন চাঁদাবাজি। ব্যবসা প্রতিষ্ঠা, রিকশা-ভ্যান গ্যারেজসহ বিভিন্ন দোকানিদের কাছ থেকে বিভিন্ন কায়দায় চাঁদাবাজি ও মাদক কর্মকান্ডে বাধা দিলে আমাকে ভয়ভীতি দেখিয়ে হত্যা হুমকি দেন তারা।
সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আল হাসান বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
যাযাদি/ এস