শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

কুতুবদিয়ায় মৎস্যজীবী সম্মেলন অনুষ্ঠিত 

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০১ নভেম্বর ২০২৪, ১২:০৪
ছবি : যায়যায়দিন

কক্সবাজারের কুতুবদিয়ায় প্রান্তিক মৎস্যজীবিদের নিয়ে মৎস্যজীবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বড়ঘোপ হোটেল সমুদ্র বিলাসে ইউএসএআইডি’র ইকোফিশ-২ উদ্যােগে দিনব্যাপী এ সম্মেলনে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইকোফিশ-২ প্রকল্পের বিজ্ঞানীগন,বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বাস্তবায়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ, মৎস্যজীবি সম্প্রদায়ের সদস্যদের নিয়ে গঠিত বিভিন্ন দলের সদস্যবৃন্দ অংশ নেন।

দায়িত্বশীল মাছ আহরণ এবং সরকারি বিধি-বিধান মেনে চলার ব্যাপারে গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, ইকোফিশ-২ প্রকল্পের বিজ্ঞানী ড. মোঃ শরিফ উদ্দিন। এসময় অন্যান্য বক্তারা সামুদ্রিক সম্পদের ব্যবস্থাপনা,জীব বৈচিত্র সংরক্ষণ এবং প্রান্তিক মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন নিয়ে আলোচনা করেন ।

উল্লেখ্য, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মৎস্যজীবী সদস্যদের জীবন ও জীবিকার মান উন্নয়নের জন্য ইকোফিশ টু ২০২০ সাল থেকে মোট ১৫,০০০ মৎস্যজীবী পরিবার নিয়ে কাজ করছে। মৎস্যজীবী পুরুষ সদস্যদের জন্য মৎস্যসম্পদ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ও চর্চা প্রজেক্টের অন্যতম মূল উদ্দেশ্য। নানা ধরণের স্বেচ্ছাসেবীমূলক সংগঠন তৈরি, মৎস্যজীবীদের সংগঠন তৈরি, মাছ ধরার নিষিদ্ধ সময়ে করণীয়, অবৈধ জাল ব্যবহার না করার ব্যাপারে সচেতন ও সচেষ্ট থাকা, পরিবেশের ভারসাম্য ও ইকোসিস্টেমের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকা সহ নানা উন্নয়নমূলক কাজই ইকোফিশ টু-এর কর্মপরিকল্পনার অংশ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে