রামগতিতে যুব র্যালী ও আলোচনা সভা
প্রকাশ | ০১ নভেম্বর ২০২৪, ১১:৪৪
লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর দিবসটি পালনে এসকল কর্মসূচির আয়োজন করে।
‘দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ’ - প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন। এসময় রামগতি থানার ওসি মোহাম্মদ কবির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সিরাজ উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, জেএসডি সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, প্রেসক্লাব সভাপতি মো. রেজাউল হকসহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন অফিসার মো. আফসার উদ্দিন। আলোচনা সভায় নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন যুবদিবসের শপথ পাঠ ও প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ এবং ১০ জন উদ্যোক্তার মাঝে যুব ঋণের চেক বিতরণসহ নতুন প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন করেন।
যাযাদি/ এস