শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

ঘাটাইলে দুর্ধর্ষ ডাকাত খোরেশেদ গ্রেপ্তার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  ০১ নভেম্বর ২০২৪, ১১:৩০
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সন্ধ্যানপুর ইউনিয়নের মনারপাড় গ্রামের দুর্ধর্ষ ডাকাত খোরশেদ আলম কে গ্রেপ্তার করেছে ঘাটাইল থানা পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন সময় হামলা, রাহাজানি, মারপিটসহ ৬টি মামলা রয়েছে ঘাটাইল থানায়।

২০০৬ সালে তাকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় তাকে আটক করা হয়।খোরশেদ আলম মৃত পলান মিয়ার ছেলে।

পুলিশও এলাকাবাসী জানান, খোরশেদ আলম দীর্ঘদিন ধরে পাহাড়ী অঞ্চলে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়, বিভাগের গাছ কাটা থেকে শুরু করে নানা অপরাধের মাধ্যমে পাহাড়ি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। পরবর্তীতে আওয়ামীলীগে যোগ দিয়ে নানা অপরাধ ঘটাতে থাকে। ২০২৪ সালের সংসদ নির্বাচনে আমানুর রহমান খান বিজয়ী হওয়ার পর তার ছত্রছায়ায় আরো বেপরোয়া হয়ে ওঠেন তিনি।

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লালমাটি কাটা থেকে শুরু করে নানা অপকর্ম করে আসছিলেন তিনি। পাহাড় অঞ্চলে তার রয়েছে বিশাল বাহিনী। ধলাপাড়া রেঞ্জ অফিসার ওয়াদুদুর রহমান জানান খোরশেদের বিরুদ্ধে বনের গাছ কাটা ২৭টি মামলা রয়েছে। উপজেলা সন্ধানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

ঘাটাইল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে