ভাঙ্গুড়ায় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ | ০১ নভেম্বর ২০২৪, ১১:১১

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

পাবনার ভাঙ্গুড়ায় অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ৫জন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  বাজারে নিত্যপ্রয়োজনীয়সহ সব ধরনের পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে পৌরসদরের শরৎনগর বাজার ও হাটের  বিভিন্ন দোকানে নিয়মিত মনিটরিং করেছেন সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী।  

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনব্যাপী  মনিটরিংকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, অধিক লাভে পণ্য বিক্রি এবং ক্রয় রশিদ আছে কি-না তা যাচাই করেন তিনি। এ সময় শরৎনগর বাজারের শহিদুল ইসলাম ও আনোয়ার হোসেন নামের দুই ব্যবসায়ীকে মৎস্য ও পশুসম্পদ খাদ্য আইনে ১০হাজার টাকা এবং একই বাজারে তিন মুদি ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮হাজার টাকা জরিমানা করেন। 

পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবসায়ীদের দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণের নিদের্শ দেন। সেসময় পুলিশ সদস্য, গণমাধ্যমকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।


যাযাদি/ এস