শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

বালিয়াডাঙ্গীতে ৭ চোরাই গরু উদ্ধার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  ০১ নভেম্বর ২০২৪, ১০:২৯
ছবি: যায়যায়দিন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের পিতাইচরী গ্রাম থেকে ৭ চোরাই গরু উদ্ধার করেছে। স্থানীয় রেজাউলের বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে গরুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি মো.জাকারিয়া মন্ডল জানান, বৃহস্পতিবার বিকালে বালিয়াডাঙ্গী থানার এসআই রতন ও তার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পিতাইচরী গ্রামে অভিযান চালায়।

অভিযানকালে রেজাউলের বাড়ি থেকে ৭ চোরাই গরু উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত গরুগুলি থানা হেফাজতে রয়েছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় রেজাউল পালিয়ে যায়। গরুগুলি উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি করে তার বাড়িতে রাখা হয়েছিল বলে ধারণা পুলিশের।

স্থানীয়দের জানান, রেজাউলের চক্রটি মূলত চোরাই গরুগুলো জবাই করে মাংস অন্যত্র নিয়ে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি জাকারিয়া মন্ডল আরও জানান, গত ৩০ অক্টোবর বুধবার রাতে উপজেলার বেউড়ঝাড়ী গ্রামের মৃত বিশ্বেসর পালের ছেলে কলি পালের গরু চুরির ঘটনায় একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ গরু উদ্ধার করা হয়েছে। গরু চুরির ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যাযাদি / এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে