বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

শ্রীমঙ্গলে বিএনপি’র আনন্দ মিছিল

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  ৩০ অক্টোবর ২০২৪, ২১:৪৬
ছবি : যায়যায়দিন

সাবেক কৃষিমন্ত্রী ও চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদকে গ্রেফতার করায় তাঁর নির্বাচনী এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনন্দ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার আড়াই’টার দিকে নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌমূহনা চত্তর ও হবিগঞ্জ রোডে গিয়ে মিষ্টি বিতরনের মাধ্যমে মিছিলের সমাপ্তি করে।

উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল আলম সিদ্দিকী ও সাধারন সম্পাদক তাজ উদ্দিন তাজু’র নেতৃত্বে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, পৌর বিএনপির সাবেক আহবায়ক জয়নাল চৌধুরী, যুবদলের আহবায়ক মহি উদ্দিন ঝাড়–, পৌর এনপি’র সাবেক আহবায়ক মোছাব্বির আলী মুন্না, সেচ্ছাসেবক দলের আহবায়ক রুবেল আহমেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি জালাল উদ্দিনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা।

প্রথমে উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা শহরের রেলওয়ে স্টেশন থেকে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে সাথে নিয়ে আনন্দ মিছিলটি শুরু করেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হবিগঞ্জ রোডের ভূমি অফিসের সামনে সমাপনি বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এরপর উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরন করা হয়।

অপরদিকে সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র মোঃ মহসিন মিয়া মধু’র ছেলে মোরাদ হোসেন সুমন, পৌর কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ ও ছাত্রনেতা মোসাররফ হোসেন রাজ এর নেতৃত্বে শহরের কালিঘাট রোড থেকে আরেকটি আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে চৌমূহনায় এসে মিষ্টি বিতরনের মাধ্যমে শেষ হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৯অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার নিজ বাসা থেকে সাবেক কৃষিমন্ত্রীকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমকে জানান উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান। ড. আব্দুস শহীদ সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হয়ে মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ এবং ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএনপি সূত্র থেকে জানাযায়, সাবেক এই মন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ এর বিরুদ্ধে এ পর্যন্ত ৬টি মামলা দায়ের করা হয়েছে। মামলা করেন শ্রীমঙ্গল থানায় আহাদ নামের এক যুবদল নেতা, মৌলভীবাজারের আদালতে শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, কমলগঞ্জ মহা বিদ্যালয়ের ছাত্র আকাশ, সাবেক মেয়রের কেয়ারটেকার ইউসুফ, বিএনপি নেতা জয়নাল চৌধুরী ও বৈষম্য বিরোধী মৌলভীবাজার জেলার ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদির তালুকদার। সবগুলো মামলাতেই সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে প্রধান আসামী অজ্ঞাতনামা আরো ১০০ থেকে ১৫০ জন আসামী করা হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে