বাঁশখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার ঘটনায় জড়িত নোমান চৌধুরী (৫০) নামের এক আ.লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। নোমান চৌধুরী ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সভাপতি।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ছনুয়া ইউনিয়নের মনুমিয়াজী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সরওয়ার।
জানা যায়, গত ৪ আগস্ট শেখেরখীল রাস্তার মাথা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর বর্বর নির্যাতন চালায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের লোকজন। এসময় বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন। এ ঘটনায় সাংবাদিক মোহাম্মদ বেলাল উদ্দিন বাদী হয়ে গত ৭ অক্টোবর মামলা দায়ের করেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেফতার নোমান চৌধুরীকে আদালতে সোপর্দ করা হয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে তার রিমান্ডের আবেদন করা হবে।'
যাযাদি/ এম