ঘোড়াঘাটে ফ্রি চক্ষু ক্যাম্প
প্রকাশ | ৩০ অক্টোবর ২০২৪, ২১:৩৪
দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের দিনব্যাপী চক্ষু বিষয়ক বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রায় ৩শ জন রোগীকে ফ্রি চক্ষু সেবা প্রদান সহ ৪০ জন ছানী রোগীকে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়।
বুধবার সকাল ১১ টায় বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের প্রসপারিটি প্রকল্পের আওতায় ও মরিয়মপুর চক্ষু হাসপাতালের সার্বিক পরিচালনায় ওসমানপুর প্রসপারিটি প্রকল্প ইউনিট অফিসে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, মরিয়ম চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ শফিকুল আলম সবুজ, এলাকা ব্যবস্থাপক আব্দুল ওহাব, কারিগরি কর্মকর্তা পুষ্টি মেহেদী হাসান, শাখা ব্যবস্থাপক মাসুদ রানা, সহকারী কারিগরি কর্মকর্তা পুষ্টি মোঃ ফারুক হোসেন, জীবিকায়ন মোঃ আলমগীর হোসেন ও দীপক চন্দ্র রায়।
যাযাদি/ এম