বিলডাকাতিয়ার পানি ২৮ নম্বর পোল্ডার দিয়ে অপসারণের প্রতিবাদে মানববন্ধন 

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২৪, ২১:৩০

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

জলাবদ্ধতা নিরসনে বিলডাকাতিয়ার পানি বাপাউবো'র ২৮ নম্বর পোল্ডার দিয়ে অপসারণের প্রতিবাদে আড়ংঘাটা বাইপাস সড়কে মানববন্ধন করেছে ডুমুরিয়ার বিলপাবলা এলাকাবাসী। বুধবার সকালে আড়ংঘাটা বাইপাস সড়কে এলাকার কয়েকশ নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। 

লতা গ্রামের শরৎ বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যদেন মতলুবুর রহমান মিঠু, শচীন বিশ্বাস, শ্রীধাম বালা, বিপুল মন্ডল, শেখ আসাদুজ্জামান, মোহন লাল বিশ্বাস, তাপস, মোঃ রাসেল, প্রতাপ মন্ডল, অমল ঢালী, আনন্দ মল্লিক, নিহার মন্ডল, নির্মল ঢালী, মোস্তাক মোড়ল, বিপুল সরকার, লাভলি মল্লিক, মিনতি মল্লিক, দিপ্তি মল্লিক, অঞ্জনা মন্ডল, কমলা মন্ডল, কনিকা মন্ডল, সুষমা মন্ডল প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, প্রায় ২ মাস পানিবন্ধি অবস্থায় রয়েছে আমরা। সম্প্রতি শোনলাম বিলডাকাতিয়ার পানি আমাদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ২৮/২ নম্বর পোল্ডার আওতাধীন কালীখাল, পাশখালী ও খয়রামারী ¯øুইস গেট দিয়ে অপসারণ করবে। এটা হলে আমাদের অঞ্চল অর্থাৎ খামারবাটী, ধাইগ্রাম, বিলপাবলা, কুলটী, বাদুরগাছা, শিবপুর, আলাইপুর, রাজবাধ, ফলইমারী, ঠিকরাবাদ, চকমথুরাবাদ, রায়েরমহল, হামিদনগর, পাহাড়পুর, পিপড়েমারী, দেয়ানা, গাইকুড়সহ প্রায় ২৫ টি গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হবে। স¤প্রতি ডুমুরিয়া উপজেলা প্রশাসন বিলডাকাতিয়ার পানি আমাদের এই এলাকা দিয়ে নিষ্কাশনের চিন্তাভাবনা করছেন। আমরা এর প্রতিবাদ জানাই। এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, বিলডাকাতিয়াসহ ডুমুরিয়া উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকার হাজার হাজার মানুষ পানিবন্ধি হয়ে পড়েছে। তারা দুর্বিষহ জীবন-যাপন করছেন। 

এনিয়ে আজ (বুধবার) জেলা পানি সরবরাহ কমিটির এক জরুরি মিটিং হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, ওই অঞ্চলদিয়ে অল্প করে পানি সরবরাহ করার। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০ টায় শলুয়া এলাকায় যাবো বিষয়টি নিয়ে আরো পর্যবেক্ষণের জন্য।

উল্লেখ্য, প্রায় ২ মাস পানিবন্ধি ডুমুরিয়াসহ বিলডাকাতিয়া এলাকার হাজার হাজার মানুষ। এ অঞ্চলের পানি নিষ্কাশন হয় শোলমারী ১০ ভেন্ট রেগুলেটর দিয়ে। কিন্তু গেটের মুখে পলি পড়ার কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের প্রাণান্ত চেষ্টায় কিছুদিন হলো গেট দিয়ে পানি সরবরাহ হচ্ছে। 

যাযাদি/ এম