শায়েস্তাগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল যুবকের
প্রকাশ | ৩০ অক্টোবর ২০২৪, ১১:৫০
হবিগঞ্জ জেলার চুনারুঘাটের শানখলায় বোনের বাড়িতে বেড়াতে এসে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক রনি মিয়ার (২৪) প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে জেলার শায়েস্তাগঞ্জ থানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে।
রনি মিয়ার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুরের সেজুমুড়া গ্রামের মুন্সি মিয়ার ছেলে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, রনি মিয়া বাড়ি থেকে মোটরসাইকেলে শানখলায় বোনের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাত গাড়ী চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ ও দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা করেছি।
যাযাদি/এআর