কেন্দুয়ায় উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রকাশ | ২৯ অক্টোবর ২০২৪, ২১:৩০
'মানুষ ছাড়া ক্ষেপারে তুই মূল হারাবি'... এই প্রতিপাদ্যে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৬তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় ।
উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি বাবু রাখাল বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমদাদুল হক তালুকদার ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেরুনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙালী, কেন্দুয়া সরকারি কলেজের অধ্যাপক আব্দুল মান্নান ভুঁইয়া, সাংবাদিক সমেন্দ্র বিশ্বশর্মা, মোহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সব রকমের ভেদাভেদ ভুলে গিয়ে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মানে কাজ করার অঙ্গিকার হোক আমাদের । তিনি আরো বলেন, সুষ্ঠু সাহিত্য ও সংস্কৃতি চর্চার ভেতর দিয়ে দেশের মানুষের কল্যাণে তথা নারী ও শিশু অধিকারসহ সব রকমের অধিকার প্রসারিত হোক । এবং উদীচী শিল্পী গোষ্ঠী নিশ্চয়ই সেই লক্ষ্য পূরণে কাজ করে যাবে প্রতিনিয়ত সেই প্রত্যাশা ব্যক্ত করি ।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কেন্দুয়া সরকারী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু নরেন্দ্র সরকার, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সুধীজন ।
যাযাদি/ এম