পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আয়োজনে এক জনসভা অনুণ্ঠিত হয়।
মঙ্গলবার বিকাল ৩টায় গলাচিপা হাইস্কুল খেলার মাঠে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন দলের সহসভাপতি মো. মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সদস্য সচিব মো. শাহ আলম সিকদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের মুখপাত্র মো. সোয়েব মাষ্টার, উপজেলা যুবঅধিকার পরিষদের আহবায়ক মো. রাসেল প্যাদা, সদস্য সচিব মো. আবুল হোসেন, পৌর যুবঅধিকার পরিষদের আহবায়ক মেহেদী হাসান হারুন, সদস্য সচিব মো. বশির রাড়ি প্রমুখ।
এছাড়া জেলা, উপজেলা, ইউনিয়ন নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি।
নুরুল হক নূর বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। আপনাদের ভালবাসায় সিক্ত হয়েছি। দেশের জন্য ভাল কিছু করতে পারলে নিজের আত্মা শান্তি পাবে। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। পাশাপাশি রাষ্ট্রের সংস্কার করে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার করতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে।’
যাযাদি/ এম