ইন্দুরকানিতে মোবাইল কোর্টে ২ দোকানে জরিমানা

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২৪, ১৬:৫৫

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

পিরোজপুরের ইন্দুরকানীতে ভ্রাম্মমান আদালতে অভিযানে ঔষধ দোকান সহ দুই দোকানে  জরিমানা করা হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার বালিপাড়া ও ঘোষের হাট বাজারে অভিজান পরিচালনা করেন,   ভ্রম্মমান আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এসময় উপজেলা সহকারি কমিশনার ভুমি এসএম আলামিন,ও প্রানী সম্পাদক কর্মকর্তা মহিদ্দন ও পিরোজপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় অভিযানে নেতৃত্ব দেন।

মোবাইল কোর্টের খবরে দোকান বন্দ করে অনেক ব্যাবসায়ী চলে যায়। ঘোষের হাট বাজারে মের্সাস হানিফ র্ফামেসিকে প্রথমিক পর্যায় সর্তক করার জন্য মেয়াদ উর্তিন ঔষদ রাখার অপরাধে এক হাজার টাকা জরিমানা করা হয় ও বালিপাড়া বাজারে অন্য একটি মুদি দোকানীকে পাচ শত টাকা জরিমানা করেন।

যাযাদি/এসএস