হঠাৎ অর্ধ শতাধিক স্কুল ছাত্রী অসুস্থ
প্রকাশ | ২৮ অক্টোবর ২০২৪, ২১:৩৫
বরগুনার বেতাগীর মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় অর্ধ শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তবে ঠিক কি কারণে অসুস্থ হয়েছে তা জানা গেলেও স্বাস্থ্য বিভাগের দাবী গরমে এসব ছাত্রী অসুস্থ হতে পারে। অসুস্থ ছাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করার পর প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে ছেড়ে দেয়া হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার মোকামিয়া ইউনিয়নের মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রত্যাহিক সমাবেশ চলাকালে একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।
পরে ক্লাশ ও পরীক্ষা চলাকালে একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরক প্রায় অর্ধ শতাধিক ছাত্রী অসুস্থ হয়। এ সময়ে ছাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পরে। ছাত্রীদের কান্নার রোল পরে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রনে বাহিরে চলে যায়। বিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্য বিভাগে জানালে তাৎক্ষনিক এ্যাম্বুেেলন্সসহ কর্মকর্তারা বিদ্যালয়ে উপস্থিত হন। এ অস্থায় অসুস্থ ছাত্রীদের এ্যাম্বুলেন্স ও অটো রিকসায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
অসুস্থ ছাত্রীদের ভর্তি করার পার প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে ছেড়ে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ এবং বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. একরামুল হক উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে গিয়ে অসুস্থ ছাত্রীদের খোজ খবর নেন।
উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত ছাত্রীরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছে।
বরগুনা সিভিল সার্জন ডা. প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, এসব ছাত্রীরা গরমে অসুস্থ হতে পারে। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখব।
উল্লেখ্য, রোববার (২৭ অক্টোবর) মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেয়া হয়।
যাযাদি/ এম