সাতকানিয়ায় ক্রয়মূল্যে সবজি বিক্রয়

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২৪, ২১:০২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে মাঠে নামলেন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন। 

কর্মসূচীর ধারাবাহিকতায় সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে সাতকানিয়া উপজেলার কেরানীহাট উলামিয়া মার্কেট সংলগ্ন কাঁচা বাজারের সামনে ক্রয়মূল্যে তরি-তরকারি ও শাক-সবজি বিক্রয় কর্মসূচী শুরু করেন। 

ওই সময় দেখা গেছে অসংখ্য ক্রেতার ভীড়। কর্মসূচী উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার আনোয়ার হোসাইন।

কর্মসূচি পরিচালনায় ছিলেন সংগঠনের সভাপতি ওবাইদ বিন নূর, সাধারণ সম্পাদক রাকিব উদ্দীন,  অর্থ সম্পাদক ফাহাদ ইবনে হাশেম, সহ-অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আ.শ.ম. গিয়াস উদ্দীন, সিনিয়র সদস্য সহ ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইরফান, সিনিয়র সদস্য মোরশেদ, রোখন প্রমুখ।

কর্মসূচি সম্পর্কে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রাকিব উদ্দীন বলেন, আমাদের মূল উদ্দেশ্য অসাধু সিন্ডিকেট ভেঙে দেওয়া, সাধারণ মানুষের মাঝে ক্রয় ক্ষমতা সাধ্যের মধ্যে এনে স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনা।

সাতকানিয়া গুয়াজার পাড়ার বাসিন্দা মো. ফয়েজ বলেন, আমি সামান্য একটা দোকান করে পরিবার চালায়। রীতিমতো সবজির লাগামহীন দাম বাড়াতে সবজির বাজারে যেতেও ভয় লাগে। সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন এমন মহতী উদ্যোগ নেওয়াতে আমি অল্প টাকায় অনেক বাজার নিতে পেরেছি। এ যেন পুরো সাতকানিয়া-লোহাগাড়াবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

যাযাদি/ এম