বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

তজুমদ্দিনে পানি ডুবে ৩ কন্যা শিশুর মৃত্যু

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
  ২৮ অক্টোবর ২০২৪, ২০:৩০
আপডেট  : ২৮ অক্টোবর ২০২৪, ২০:৩৪
ছবি: যায়যায়দিন

ভোলার তজুমদ্দিনে পুকুরে পানি ডুবে তিন শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধনু হাওলাদার নুর হোসেনের তিন নাতনী পুকুরে গোসল গিয়ে পানিতে পড়ে যায়।

দীর্ঘ সময় পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করে না পেয়ে পুকুরে জাল মারতে থাকেন। এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে একে একে তিন শিশুর মরা দেহ উদ্ধার হয় পুকুর থেকে।

স্বজনদের আহাজারিতে পুরো এলাকার আকাশ বাতাশ ভারী হয়ে উঠে। তৈরী হয় এক মর্মান্তিক পরিবেশের। নিহতরা হলেন, মীম আক্তার (১০), মারজিয়া আক্তার (১০) ও রাফিয়া (৭)। এ ঘটনায় তজুমদ্দিন থানায় তিনটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) শংকর তালুকদার বলেন, পানি ডুবে তিনজন নিহতের ঘটনায় তজুমদ্দিন থানায় তিনটি অপমুত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে