কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২৪, ১৯:১৫

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে  ২০০৬ সালে ২৮ অক্টোবরে ঢাকার পল্টনে জামায়াত ও শিবিরের উপর আওয়ামী সন্ত্রাসীদের লগী বৈঠার তান্ডব ও নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকালে কটিয়াদী বাসস্ট্যান্ড চত্বরে  কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে  প্রধান অতিথি  ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের  আমীর অধ্যাপক মো. রমজান আলী।

উপজেলা জামায়াতের  সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের  সহকারী সেক্রেটারী অধ্যাপক কাজী সাইফুলাহ, কিশোরগঞ্জ শহর অমুসলিম জামায়াতের সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র বসাক, জেলা জামায়াতের সূরা সদস্য অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা ( দক্ষিণ) ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন, উপজেলা জামায়াতের  সহকারী সেক্রেটারী সাইদুল হক বিএসসি,  বাইতুলমাল সম্পাদক আব্দুল আওয়াল, কটিয়াদী পৌর জামায়াতের সভাপতি আলী কাওসার রনি,  বাংলাদেশ  শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি শহিদুল  ইসলাম দুলাল, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, জালালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর বিল্লাল হোসেন বিএসসি, উপজেলা  ওলামা শায়েখ পরিষদে সভাপতি মাওলানা শফিকুল ইসলাম নূরী প্রমূখ।

যাযাদি/ এম