সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১

শহীদ সৈকতের হত্যাকাণ্ডে মায়ের বুকের শোক, বাবার নিস্তব্ধ হাহাকার

এ কে এম রেজাউল করিম, বিশেষ সংবাদদাতা
  ২৮ অক্টোবর ২০২৪, ১৯:০২
ছবি: বড় দুই বোনের সাথে শহীদ সৈকত

১৯ জুলাই শুক্রবার, একটি স্বপ্নময় দিন বদলে যায় দুঃস্বপ্নে। সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মাহমুদুর রহমান সৈকত তার আহত বন্ধুকে হাসপাতালে নিয়ে যেতে মা-বাবার অনুমতি নিয়ে বের হয়েছিল। কিছুক্ষণ পরেই, পুলিশি গুলিতে শহীদ হয় সে, বন্ধুর কাছে পৌঁছানোর আগেই। বাবার কথা— “নিজে বাপ হইয়্যা ছেলেকে কাঁধে করে কবরে রাখলাম— এইডার মতো কষ্ট দুনিয়াতে আর কিছু আছে বইল্যা মনে হয় না”—গভীর বেদনাবিধুর এক বাস্তবতা প্রকাশ করে।

জানা গেছে, সৈকতকে আগে থেকেই নজরদারিতে রেখেছিলেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার। মিছিলের সামনে থাকা সৈকতকে কয়েক ফুট দূর থেকে সরাসরি মাথায় গুলি চালানো হয়, যা এক তরুণের স্বপ্নকে চিরতরে থামিয়ে দেয়। পরে শহীদ সৈকতের মা-বাবা খুনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চাইলেও পুলিশের কাছ থেকে যথেষ্ট সহায়তা পাননি।

সৈকতের মায়ের কষ্টের আর্তি আজ দেশের মানুষের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। তিনি দৃঢ়ভাবে বলেন, “এতদিন বিচার চাই নাই, কিন্তু এখন আমার ছেলের খুনের বিচার চাই।”

দেশবাসীর একটাই দাবি: শহীদ সৈকতের মতো নিরপরাধ তরুণদের হত্যা যেন বিচারহীন না থাকে, এবং এই ঘটনার দায়ীদের শাস্তি দেওয়া হোক।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে