পার্বতীপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২৪, ১৬:০৪

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

দিনাজপুরের পার্বতীপুরে একদফা দাবি আদায়ের লক্ষ্যে সরকারি জ্বালানি সেক্টর বিপিসির অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের শ্রমিক-কর্মচারীরা মানববন্ধন করেছে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পার্বতীপুর রেল হেড (পিওএল) ডিপোর মূল ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বৈষম্য বিরোধী অস্থায়ী শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,যমুনা অয়েলের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়ক মেজবাহ, মেঘনা অয়েল কেন্দ্রীয় কমিটিরসহ সমন্বয়ক নুর জামান শাহ, পদ্মা অয়েল কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়ক আমিনুল ইসলাম, পদ্মা অয়েলের অস্থায়ী চেকার জুনায়েদ আমিন ও ক্যাজুয়াল ওয়ার্কার শামীম হোসেন প্রমুখ।

তাঁরা বলেন, তাঁদের দাবি অতিসত্বর মেনে নেয়া না হলে এই কর্মসূচি চলমান থাকবে এবং ধাপে ধাপে আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেয়া হবে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বর প্রদক্ষিণ করে।

যাযাদি/এআর