মনপুরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২৪, ১৫:৪৬

মনপুরা (ভোলা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ভোলার মনপুরায় ১০০ পিস ইয়াবাসহ স্বীকৃত মাদক কারবারি মিজানকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটকৃত মিজানকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সোমবার (২৮ অক্টোবর ) রাত ১২ টায় উপজেলার ফকিরহাট বাজারে অবস্থিত মাদক ব্যবসায়ী মিজানের দোকানে তল্লাশী চালিয়ে ১০০ পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়।

আটকৃত মাদক ব্যবসায়ী মিজান (৪০) মনপুরার হাজীর হাট ইউনিয়নের ফকিরহাট বাজার এলাকার ৮নং ওয়ার্ড এর বাসিন্দা মৃত রফিজলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিজানের ফকির হাট বাজারে মুদি দোকানে ইয়াবা বিক্রির খবর পেয়ে তল্লাশী চালিয়ে তকে গ্রেফতার করা হয়েছে। মনপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল এর নেতৃত্বে এএসআই সাগরসহ সঙ্গীয় ফোর্স  নিয়ে ইয়াবা উদ্ধারের অংশ হিসেবে ফকিরহাট বাজার মিজানের ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালায় পুলিশ। এসময় ১০০ পিস ইয়াবাসহ মিজানকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, মিজান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। ইতিপূর্বেও সে একাধিকবার গাঁজা, ইয়াবাসহ গ্রেফতার হয়ে জেল হাজতে ছিলো। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।

মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ও ইয়াবা ব্যবসায়ী মিজান দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত রয়েছে। তার সত্যতা যাচাই করে তল্লাশী চালিয়ে তাকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আমরা তাকে কোর্টে চালান করে রিমান্ডের আবেদন করেছি। বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করলে মাদক ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত সিন্ডিকেট খুঁজে বের করা হবে।

যাযাদি/ এসএম