রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

নেছারাবাদে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীপালিত

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
  ২৮ অক্টোবর ২০২৪, ১২:১০
ছবি : যায়যায়দিন

২৭ অক্টোবর নেছারাবাদে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত হয়, যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুব সংগঠন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটি দেশব্যাপী নানা কর্মসূচি পালন করে, যার মধ্যে থাকে শোভাযাত্রা, আলোচনা সভা, ও দলের নেতাকর্মীদের মিলনমেলা।

এই দিনটি উপলক্ষে যুবদল তাদের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে নতুন করে অঙ্গীকার করে। বলদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিন্না বাজারে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাছাড়া বিন্না বাজারে বিএনপির একটি অফিস উদ্বোধন করেন নেছারাবাদ উপজেলার বিএনপি'র সদস্য সচিব আলহাজ্ব আল বেরুনী সৈকত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্বারী মোহাম্মদ সোলায়মান মোল্লা। সঞ্চালনায় ছিলেন জাহিদুর রহমান মিঠু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবদল নেতা মিরাজ হোসেন, হাসিবুর রহমান সুহান, রাকিবুল ইসলাম রানা, মারুফ তালুকদার, জাহিদুল ইসলাম, আলাউদ্দিন মিয়া, রাজিয়া সুলতানা, রাজীব রায়হান, মুশফিকুর রহমান সোহেল, ইসতিয়াক আহমেদ সোহাগ, শাহীন তালুকদার, ইমাম আকন, হুমায়ুন কবি রানা, সাইফুল ইসলাম নিপু।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আগামী সংসদ নির্বাচনে পিরোজপুর -২ ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ আসনে উপর মহলের সাথে আলোচনা করে উপজেলা বিএনপি'র দুর্যোগের কান্ডারী, আপোষহীন নেতা আলহাজ্ব আল-বেরুনী সৈকতকে মনোনয়ন দিয়ে এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে