রোববার, ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১

ভাঙ্গুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী 

ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধি
  ২৭ অক্টোবর ২০২৪, ২১:১৯
ছবি : যায়যায়দিন

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী নানাবিদ কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর)দিনব্যাপী শরৎনগর বাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌরযুবদলের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, বৃক্ষরোপন কর্মসূচি ও স্বেচ্ছায় রক্তদান সহ নানাবিদ কর্মসূচির উদ্বোধন করেন, ভাঙ্গুড়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ফরিদ আহাম্মদ।

এ সময় উপস্থিত থেকে মতবিনিময়ে অংশ গ্রহণ করেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ,সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপি'র সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ,উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলতাব হোসেন,পৌর যুবদলের আহব্বায়ক মোঃ শাহিনুর রহমান শাহিন,উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম টিটু, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিঁরুজ্জামান মাসুম, যুবদল নেতা মোঃ শহিদুল ইসলাম, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মেহেদী হাসান পান্না, উপজেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক মোঃ হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ লিখন সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের যুবদল সংনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক আলতাব হোসেন জানান, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা ও পৌরযুবদলের নেতৃবৃন্দ তাদের কর্মসূচিতে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে প্রায় সহস্রাধিক রোগীর চিকিৎসা সেবা প্রাদান করেন,ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ হালিমা খানম ও তার সঙ্গী চিকিৎসক বৃন্দ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে