ঢাকাস্থ ভরপাশা ইউনিয়ন সোসাইটির পরিচিতি সভা 

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২৪, ২১:০৩

বাকেরগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

বাকেরগঞ্জে উপজেলার ১১ নং ভরপাশা ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদের মধ্যে ঢাকা  শহরে বসবাস কারি বিভিন্ন শ্রেণী পেশার লোকজন নিয়ে গঠিত ভরপাশা ইউনিয়ন সোসাইটির নবগঠিত কমিটির পরিচিত সভা ২৪ শে অক্টোবর শুক্রবার বিকেল তিনটায় মাওলানা ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

ঢাকা শহরে বসবাসরত ভরপাশা ইউনিয়নের মানুষজনকে সম্পৃক্ত করে তাদের আপদ-বিপতে পাশে দাঁড়ানো ভরপাশে ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও অনগ্রসর ক্ষেত্রে বই পুস্তক বিতরণ স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা কর্মকান্ডে ভূমিকা রাখতে বিশেষ উদ্দেশ্য পালনে গঠিত এ সোসাইটির পরিচিতি সভায়  কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন শাহীন এর সঞ্চালনায় ও সভাপতি গাজী শহিদুজ্জামান মিন্টুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের কৃর্তি সন্তান জাতীয় অধ্যাপক, বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি  ডাঃ আবুল কালাম আজাদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বরিশাল জেলা দক্ষিণ বি এন পির আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন খান, বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নূরুল ইসলাম খান মাসুদ, সাবেক জাতীয়তাবাদী যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেয় ডাঃ আবুল কালাম আজাদ সোসাইটি গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জেনে ভূয়সী প্রশংসা করার পাশাপাশি সংগঠনের সামাজিক কর্মকান্ডের সাথে ও স্বাস্থ্য সুরক্ষার তিনি সব ধরনের সহযোগিতা প্রস্তুত বলে আশ্বস্ত করেন,  এছাড়াও  কেহ জমি দিলে ভরপাশা ঢাকা ইউনিয়নে একটি ডায়াবেটিস সেন্টার করতে প্রস্তুত বলে জানান। 

এ সময় নবগঠিত কমিটির সকল সদস্য সহ ঢাকাস্থ ভরপাশা ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় অন্যতম ভূমিকা পালন করেন কমিটির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ও শিল্পপতি আলমগীর হোসেন শাহীন সিকদার।

যাযাদি/ এম