ভোলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২৪, ২০:৪৫

স্টাফ রিপোর্টার, ভোলা
ছবি : যায়যায়দিন

ভোলায় জাতীয়তাবাদী যুবদলেরর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  

রোববার দুপুরের দিকে জেলা বিএনপির কার্যালয়ের যুবদলের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: খাদিজা বেগম। আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মো: রাইসূল আলম, জেলা যুবদলের সভাপতি মো: জামাল উদ্দিন লিটন, সহ সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিমসহ প্রমূখ। 

জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন জানান, কেন্দ্রীয়  কর্মসূচির অংশ হিসেবে  আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করেছি। এছাড়াও যুবদলের নেতা-কর্মীরা  স্বেচ্ছায় রক্তদান করেছেন। ভোলা জেলার যুবদল সকল মানুষের কল্যানে সব সময় কাজ করে থাকেন বলে জানান তিনি।

এদিকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে রক্ত দিতে  আসা যুবদল কর্মী মো: নুরে আলম ও ইব্রাহীম জানান, তারা দলের ডাকে মানুষের কল্যানে সব সমই নিয়োজিত থাকেন। তাই দলীয় কর্মসূচিতে তারা স্বেচ্ছায় রক্ত দিতে এসেছেন। 

যাযাদি/ এম