রোববার, ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১

যত তাড়াতাড়ি সম্ভব গ্রহণযোগ্য নির্বাচন দিন : আবদুল আউয়াল মিন্টু

ফেনী প্রতিনিধি
  ২৭ অক্টোবর ২০২৪, ১৫:১৫
ছবি: যায়যায়দিন

যত তাড়াতাড়ি সম্ভব পরিবেশ সৃষ্টি করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

রোববার সকালে ফেনীতে নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি সরকারের উদ্দ্যেশ্যে বলেন, অতি জরুরি বিষয়গুলো সংস্কার করে দ্রুত অবাধ ও সুষ্ঠু নিরেপক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। যে নির্বাচনের মাধ্যমে আমরা বলতে পারি দেশে জবাবদিহিতামূলক সরকার আছে গণতান্ত্রিক সরকার আছে।

নয়া দিগন্ত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার, পৌর প্রশাসকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে সকাল সাড়ে এগারোটার দিকে ফেনীর সোনাগাজীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটি সমাবেশে পুলিশের ওপর হামলা ভাংচুরের অভিযোগ নাশকতার মামলায় প্রধান আসামি করে আব্দুল আউয়াল মিন্টুসহ ৬০ জনকে। সে মামলার ধার্য তারিখ ছিলো আজকে। দায়রা জজ আদালতে তিনি নেতাকর্মীদেরকর নিয়ে আদালত হাজির হয়ে গণমাধ্যমে বক্তব্য রাখেন। আদালতে চার্জ গঠনের তারিখ থাকলেও তাহা শুনানি হয়নি। পরবর্তী তারিখে শুনানি হবে বলে আইনজীবী মেজবাহ উদ্দিন ভুইয়া জানান। এসময়ে বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক আদালতে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে