টঙ্গীবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২৪, ১১:১৭

টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মাছসহ বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। 

শনিবার (২৬ অক্টোবর) উপজেলা মৎস অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার সোনারং এলাকায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি (মিতু) এ সময় তিনি ৯ কেজি মা ইলিশসহ বিক্রেতা মোহাম্মদ আবুল হোসেন (৫৫) কে আটক করে পাঁচ হাজার টাকা অর্থ দন্ড দেয়। 

মোহাম্মদ  আবুল হোসেন টঙ্গীবাড়ী উপজেলার পাইকপাড়া গ্রামের মোহাম্মদ আরব আলীর ছেলে ।  জব্দকৃতি মাছ গুলো স্থানীয় এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়েছে । এ অভিযানে সহযোগিতা করেন টঙ্গীবাড়ী উপজেলা ক্যাব ও টঙ্গীবড়ি থানা পুলিশ। 

টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি (মিতু) দৈনিক যায়যায়দিন প্রতিনিধিকে জানান,  সরকার নিষিদ্ধ মা ইলিশ অভিযান আমাদের অব্যাহত থাকবে । 

যাযাদি/ এসএম